ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত ১১

ঢাকা: দক্ষিণ মেক্সিকোতে একটি জন্মদিনের অনুষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) দেশটির গুয়েরো রাজ্যের গভর্নর হেকটরের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।



সংবাদ সম্মেলনে হেকটর বলেন, শুক্রবার মেক্সিকোর গুয়েরো রাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনের প্রাণহানির খবর আমরা জানতে পেরেছি।

তবে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মেক্সিকোর ওই রাজ্যে প্রায়ই গুম, হত্যার ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে ৪৩ শিক্ষার্থী গুম হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচএস/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।