ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালিয়ান কথাসাহিত্যিক আম্বার্তো ইকো’র জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ইতালিয়ান কথাসাহিত্যিক আম্বার্তো ইকো’র জীবনাবসান

ঢাকা: ইতালিয়ান লেখক ও দার্শনিক আম্বার্তো ইকো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।



শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে নিজ বাসভবনে আম্বার্তো ইকো শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

আম্বার্তো ইকো তার ‘দ্য নেম অব দ্য রোজ’ উপন্যাসের জন্য বহুল পরিচিত। ১৯৮০ সালে বইটি প্রকাশিত হয়। পরে ১৯৮৯ সালে উন্যাসটি অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়, যাতে অভিনয় করেছিলেন স্কটিশ অভিনেতা সিন কনেরি।

২০১৫ সালে ইকোর সর্বশেষ উপন্যাস ‘ইয়ার জিরো’ প্রকাশিত হয়। উপন্যাস ছাড়াও শিশুসাহিত্য ও সাহিত্য সমালোচনায়ও বিচরণ ছিল তার।

আম্বার্তো ইকো একবার বলেছিলেন, একটা বই সবসময়ই অন্য কোনো বইয়ের কথা বলে, প্রতিটা গল্পই সেই গল্পের কথা বলে, যা এরই মধ্যে বলা হয়ে গেছে।

নিজের সম্পর্কে তার মন্তব্য ছিল, ‘আমি একজন দার্শনিক। সাপ্তাহিক ছুটির দিনেই শুধু আমি উপন্যাস লিখি।

১৯৩২ সালে ইতালির উত্তরাঞ্চলীয় আলেসান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন আম্বার্তো ইকো।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ