ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী নিহত

ঢাকা: ভারতের তেলেঙ্গানা-ছত্তীশগড় সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ নারীসহ ৮ মাওবাদী নিহত হয়েছে। সুকাম জেলায় এক যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।



মঙ্গলবার (০১ মার্চ) সকালে ভারতের অন্ধ্র প্রদেশের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, সকালে তেলেঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় বন্দুকযুদ্ধে তেলেঙ্গনা মাওবাদী পার্টির সেক্রেটারি হারি ভোশান ও ডিভিশনাল কমান্ডার লাকসানা নিহত হন।

এছাড়াও অভিযানে ছেরলার কাছাকাছি অবস্থিত পুতাপাদু থেকে একে-৪৭ সহ দু’টি এসএলআর ও তিনটি ৩০৩ মডেলের রাইফেল উদ্ধার করা হয়। অভিযানের পর এলাকা পরিদর্শনে চপার প্লেন পাঠিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি অন্ধ্র-ওড়িশা সীমান্তে মাওবাদীদের হটাতে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা চায় অন্ধ্র প্রদেশ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬/ আপডেট: ১১৩৯ ঘণ্টা
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।