ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলজেরিয়ায় গ্যাসক্ষেত্রে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আলজেরিয়ায় গ্যাসক্ষেত্রে হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: আলজেরিয়ায় একটি গ্যাসক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে। নরওয়েজিয়ান শক্তিসংস্থা স্টাটোইল জানিয়েছে, দূর থেকে নিক্ষিপ্ত কোনো গোলা গ্যাসক্ষেত্রটিতে আঘাত হেনেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানাতে পারেনি সংস্থাটি।

শুক্রবার (১৮ মার্চ) এক বিবৃতিতে স্টাটোইল জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণে ক্রেচবা নামক স্থানে অবস্থিত সালাহ গ্যাসক্ষেত্রে এ হামলার ঘটনা ঘটেছে।

গ্যাসক্ষেত্রটি পরিচালনাকারী নরওয়েভিত্তিক কোম্পানি স্ট্যাভাঞ্জার জানিয়েছে, নিজেদের জরুরি সেবাকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।