ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তীব্র তাবদাহ

মালয়েশিয়ার দুই প্রদেশে স্কুল বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
মালয়েশিয়ার দুই প্রদেশে স্কুল বন্ধের নির্দেশ

ঢাকা: তীব্র তাপদাহের কারণে মালয়েশিয়ার কেদা ও পারলিস প্রদেশের স্কুলগুলো দু’দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২১ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী আগামী মঙ্গলবার (২২ মার্চ) ও বুধবার (২৩ মার্চ) এ দুই প্রদেশের সব স্কুল বন্ধ থাকবে।

এদিকে, শিক্ষামন্ত্রী দাতুক সেরি মাদঝির খালিদ এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, তাপমাত্রা ৩৯ ডিগ্রির বেশি থাকলে পরবর্তী দিনও এ নির্দেশনা কার্যকর থাকবে।  

এলনিনোর প্রভাবে মালয়েশিয়ায় তীব্র তাপদাহ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামী মে বা জুন মাসের আগে অবস্থার উন্নতি হবে না বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।