ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

ঢাকা: ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ফার্সে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) ফার্সের একটি প্রত্যন্ত এলাকা থেকে একজন রোগিকে নিয়ে হেলিকপ্টারটি শিরাজ শহরে যাচ্ছিল বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক খবরে জানানো হয়েছে।

হেলিকপ্টারটিতে ওই রোগি ছাড়াও চারজন স্বাস্থ্যকর্মী ও দু’জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় সবাই মারা গেছেন।

স্থানীয় এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনটিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ জানিয়েছে, হেলিকপ্টারটি যে জায়গায় বিধ্বস্ত হয়েছে, সে এলাকায় সম্প্রতি ব্যাপক ঝড়ঝঞ্ঝা ও ভারী বৃষ্টি হয়েছে। সেখানকার আবহাওয়া এখনো খারাপ।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।