ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আফগানিস্তানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত ছবি- সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের কাবুলে একটি মার্কিন এফ-১৬ ফাইটার প্লেন বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুকের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

তিনি জানান, কাবুলে বাগ্রাম বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছু পরই প্লেনটি বিধ্বস্ত হয়। তবে এর পাইলট দুর্ঘটনার আগে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাকে উদ্ধারও করা হয়েছে।

বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পেন্টাগন। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে বাহ্যিক কোনো আঘাতে এটি বিধ্বস্ত হয়েছে বলেও মানতে নারাজ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।