ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

ঢাকা: আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১ এপ্রিল) পারস্য নববর্ষ উদযাপন চলাকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার (২ এপ্রিল) এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র রউফ আহমাদি জানিয়েছেন, তিনটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

প্রসঙ্গত, আফগানিস্তানে ২১ মার্চ পারস্য নববর্ষ উদযাপন শুরু হয়েছে। ১৩ দিন চলবে এ উদযাপন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।