ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বোমা হামলায় ৬ নিরাপত্তারক্ষী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
তুরস্কে বোমা হামলায় ৬ নিরাপত্তারক্ষী নিহত

ঢাকা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারদিন প্রদেশে কুর্দি জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় পাঁচ তুর্কি সৈন্য ও পুলিশের বিশেষ বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

 

শনিবার (০২ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটেছে বলে রোববার (০৩ এপ্রিল) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা মারদিন প্রদেশের নুসাইবিন শহরে অভিযান পরিচালনার সময় জঙ্গিরা হামলা চালায়। যেখানে গত মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কারফিউ বলবৎ রয়েছে।

চলতি বছর দেশটির রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরে বিদেশিদের লক্ষ্য করে কুর্দি জঙ্গি গোষ্ঠীর দু’টি হামলায় ডজনখানেক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলেও খবরে বলা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।