ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতা ধরে রাখাই নেতানিয়াহুর লক্ষ্য মনে করেন ইসরায়েলিরা: জরিপ

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, মে ২৪, ২০২৫
ক্ষমতা ধরে রাখাই নেতানিয়াহুর লক্ষ্য মনে করেন ইসরায়েলিরা: জরিপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্য এখন যুদ্ধজয় বা জিম্মিদের মুক্তি নয়, বরং নিজের ক্ষমতা ধরে রাখা— এমনটাই মনে করছেন অধিকাংশ ইসরায়েলিরা। ইসরায়েলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টুয়েলভ-এর সর্বশেষ জনমত জরিপে ওঠে এসেছে এই চিত্র।

জরিপটি সম্প্রচারিত হয় শুক্রবার, ২৩ মে।

জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ মনে করেন, নেতানিয়াহুর মূল লক্ষ্য ক্ষমতায় থাকা। ৩৬ শতাংশ মনে করেন, তার লক্ষ্য জিম্মিদের মুক্তি। ৯ শতাংশ নিশ্চিত নন।

নতুন কোনো জিম্মি বিনিময় চুক্তি না হওয়ার পেছনে রাজনৈতিক কারণ দায়ী বলে মনে করছেন ৫৩ শতাংশ উত্তরদাতা। ৩৮ শতাংশ মনে করেন, যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ৯ শতাংশ এই বিষয়ে নির্ধারিত মত দিতে পারেননি।

এই সপ্তাহে প্রধানমন্ত্রীর এক প্রেস কনফারেন্সে দেয়া বক্তব্য কতটা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে— এমন প্রশ্নে ৬২ শতাংশ বলেছেন, তারা বিশ্বাস করেননি। ৩৪ শতাংশ বলেছেন, নেতানিয়াহু বিশ্বাসযোগ্য ছিলেন। ৪ শতাংশ ছিলেন অনিশ্চিত।

তবে ক্ষমতাসীন জোটের সমর্থকদের মধ্যে ৫৮ শতাংশ নেতানিয়াহুর পক্ষে, আর ২৭ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ মনে করেন, সরকার ‘জাতীয় জরুরি অবস্থা’ দেখিয়ে আগামী বছরের নির্বাচন স্থগিত করতে পারে। ৩৫ শতাংশ এই আশঙ্কাকে ভিত্তিহীন বলে মনে করেন। তবে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন সময়মতোই হবে, এর পরে নয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।