ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প

ঢাকা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

ভূমিকম্পের পর ভানুয়াতু ও তৎসংলগ্ন অঞ্চলে সুনামির আশঙ্কা করা হলেও তা এখন অনেকখানিই কেটে গেছে বলে জানানো হচ্ছে।

রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ২৩ মিনিটে দেশটির সানমা প্রদেশের এসপিরিতু সান্তো দ্বীপের পোর্ট অর্লি শহরের ৮১ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর দিয়েছে। সংস্থাটির ভূমিকম্পের খবর দেওয়ার পর সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তবে, মিনিট বিশেক পরই সুনামির আশঙ্কা অনেকখানিই কেটে গেছে বলে জানায় সতর্কতা কেন্দ্র।

ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্য দ্বীপ দেশগুলোর মতো ভানুয়াতুতেও প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬/আপডেট ১৫০১ ঘণ্টা/আপডেট ১৫৩৩ ঘণ্টা
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।