ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ পেট্রোলিয়ামকে জরিমানা ১ লাখ ৬০ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
ব্রিটিশ পেট্রোলিয়ামকে জরিমানা ১ লাখ ৬০ হাজার কোটি টাকা ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ বছর আগে মেক্সিকো উপসাগরে তেল কূপে বিস্ফোরণজনিত নিঃসরণের ঘটনায় ব্রিটিশ পেট্রোলিয়ামকে (বিপি) ২০ বিলিয়ন মার্কিন (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা) ডালার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ল্যুইসিয়ানার একটি আদালত।

মঙ্গলবার (০৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

পেট্রোলিয়াম শিল্পের ইতিহাসে ক্লিন ওয়াটার অ্যাক্টের আওতায় এটাই সবচেয়ে বড় জরিমানার ঘটনা। আগামী ১৬ বছরে বিপিকে এ জরিমানা পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে আদালতের রায়ে।

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ কার্ল বার্বিয়া জানান, বিপির তেল উত্তোলন শাখার অবহেলার কারণেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় উপকূলীয় তেল নিঃসরণ ঘটনাটি ঘটেছে। এতে ১১ শ্রমিক নিহত হন। পরিবেশের ক্ষতির পাশাপাশি হুমকিতে পড়ে ওই অঞ্চলের জীব-বৈচিত্র্যও।

আর এ কারণেই ক্লিন ওয়াটার অ্যাক্টের আওতায় সর্বোচ্চ জরিমানা দিতে হবে ব্রিটিশ এই প্রতিষ্ঠানটিকে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে মিশিগান ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ও পরিবেশগত অপরাধ বিভাগের সাবেক প্রধান ডেভিড উলম্যান বলেন, রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরিবেশগত ইতিহাসের একটি দীর্ঘ কলঙ্কিত অধ্যায় শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের হিসেবে, ২০১০ সালে মেক্সিকো উপসাগরে মোট ৪ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল নিঃসরণ করে বিপি। এরপর থেকেই ক্ষতিগ্রস্ত মেক্সিকো উপসাগরের ল্যুইসিয়ানা, টেক্সাস, মিসিসিপি,অ্যালবামা, ফ্লোরিডা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিলো।

তবে বিপি দাবি করছে, তেল নিঃসরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বেশির ভাগের সঙ্গেই সমঝোতা হয়েছে। এজন্য ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে তারা।

বাংলাদেশ সময়: ‍১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।