ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিনে ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদনের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
দিনে ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদনের ঘোষণা ইরানের ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের তেলমন্ত্রী বিজান নামদান জাঙ্গানেহ বলেছেন, ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে তার দেশের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ৪০ লাখ ব্যারেল ছাড়াবে।

 

বুধবার (০৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে আরো জানানো হয়, বাৎসরিক বাজেটে তেল রপ্তানির লক্ষ্যমাত্রা মাসিক ২২ লাখ ৫০ হাজার ব্যারেল ধার্য করা হয়েছে।

এখানে উল্লেখ্য, ২০ মার্চ থেকে ইরানিবর্ষ শুরু হয়।

জাঙ্গানেহ জানিয়েছেন, চলতি বছর জানুয়ারিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে তার দেশের তেল উৎপাদন বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বেড়েছে তেল রপ্তানিও। এখন মাসিক গড় রপ্তানির হার ১৩ লাখ ৫০ হাজার ব্যারেল।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।