ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে পাকিস্তানে নিহত ২, আহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ভূমিকম্পে পাকিস্তানে নিহত ২, আহত অন্তত ১০

ঢাকা: আফগানিস্তানে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিট ৫৮ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায় মাত্রা ৬ দশমিক ৬। এই ভূকম্পন তিন মিনিট স্থায়ী ছিল বলেও ইউএসজিএস উল্লেখ করেছে।

‍এতে পাকিস্তানে দুইজন নিহত ছাড়াও ছয় আহতকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ারের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকিরা অন্য হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ অতঙ্কিত হয়ে ওঠেন। তারা বাসা-বাড়ি-অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
আইএ

** আফগানিস্তানে ৬.৮ ভূমিকম্পে কাঁপলো ভারত-পাকিস্তান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।