ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

২১ সিরীয় খ্রিষ্ট ধর্মাবলম্বীকে হত্যা করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
২১ সিরীয় খ্রিষ্ট ধর্মাবলম্বীকে হত্যা করেছে আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার আল-কারিয়াতাইন শহরে ২১ খ্রিষ্ট ধর্মাবলম্বীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সিরীয় অর্থডক্স চার্চ জানিয়েছে, গত বছর আগস্ট মাসে আল-কারিয়াতাইন শহর ছিনিয়ে নেয় আইএস।

এরপর থেকে সেখানকার তিন শতাধিক খ্রিষ্ট ধর্মাবলম্বী বাসিন্দা বন্দিদশায় জীবনযাপন করছেন। এদের মধ্যে এ পর্যন্ত ২১ জনকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রুশ নেতৃত্বে সিরীয় বাহিনী চলতি বছরের শুরুর দিকে এই শহরটি আংশিক পুনরুদ্ধার করে। কিন্তু হঠাৎ করেই রাশিয়ার সেনা প্রত্যাহারে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে আইএস।

সিরীয় অর্থডক্স চার্চ জানিয়েছে, আইএসের হাতে প্রাণ যাওয়া খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এই ২১ জন ছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।

চার্চটি আরো জানিয়েছে, আইএস শহরে আটকে পড়া খ্রিষ্ট ধর্মাবলম্বী কিশোরীদের যৌনদাসী হিসেবে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে বলে খবর মিলেছে। আটক সবাইকে মুক্ত করতে আলোচনা চলছে। কিন্তু শর্তের বাইরে গিয়ে আইএস ইচ্ছেমত মানুষ খুন করছে।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।