ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে নির্বাচনী সহিসংতায় ভোটার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আসামে নির্বাচনী সহিসংতায় ভোটার নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আসামের বারপেতা জেলার একটি কেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই নিরাপত্তাকর্মীসহ আরও তিনজন।



সোমবার (১১ এপ্রিল) জেলার সরভোগ আসনে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।

নিহত ব্যক্তির নাম আবদুল রশিদ (৮০)। আর অপর ভোটার মোতালেব আলী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট নওল কিশোর ও কনস্টেবল অমর জিৎ আহত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৭টায় আসামে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়।

বারপেতা জেলার সফরকমর ভোট কেন্দ্রে হঠাৎ লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি শুরু করেন কয়েকজন ভোটার। এসময় সিআরপিএফ
সদস্যরা বিষয়টি মীমাংসা করতে চাইলে উভয়ের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে তারা। এতে একজনের মৃত্যু হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তারা। এদিকে এ ঘটনার কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দ্বিতীয় দফায় আসামের ৬১ আসনে ভোটগ্রহণ হয় সোমবার।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।