ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
জাপানে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

ঢাকা: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ৭ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে সুনামি সর্তকতা জারি করা হয়েছে।

ইউএসজিএস জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় কুমামাতো ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৭ কিলোমিটার। প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৭.১ বললেও পরে তা কমিয়ে ৭ জানানো হয়।

এদিকে ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সর্তকর্তা জারি করা হয়েছে। এক মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার দেশটির তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে ছয়টি পৃথক ভূমিকম্প আঘাত হানে। যার মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৬.৪। ওই ভূমিকম্পে শেষ খবর পর্যন্ত ৯ জনের প্রাণহানি ও অন্তত সাতশ’ মানুষ আহত হন। বিধ্বস্ত হয় অনেক বাড়িঘর। এতে চাপা পড়েন অনেকে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬

জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।