ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, এপ্রিল ১৭, ২০১৬
ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪০

ঢাকা: ইথিওপিয়ার গাম্বেলা অঞ্চলে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯ জন শিশু রয়েছে।

প্রতিবেশী দক্ষিণ সুদান থেকে আসা বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইথিওপিয়ার সরকার।

শুক্রবার (১৫ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে বলে রোববার (১৭ এপ্রিল) সংবাদমাধ্যমকে জানায় ইথিওপিয়ার সরকার।

এদিকে, হামলার পরপরই ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সশস্ত্র বন্দুকধারীদের ধাওয়া করে ৬০ জনকে হত্যা করতে সক্ষম হয়েছে বলে জানান ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী গেটাচিও রেডা।

দক্ষিণ সুদানের মুর্লে উপজাতির লো্কজন এ হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

দেশ দু’টির সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে দীর্ঘদিন থেকেই বিভিন্ন ইস্যুতে সংঘর্ষ চলে আসছে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।