ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৩ মাসে ১৮ কেজি ওজন কমালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
৩ মাসে ১৮ কেজি ওজন কমালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বামে ওজন কমানোর আগে ফাড়নাবিস, ডানে ওজন কমানোর পর ফাড়নাবিস

ঢাকা: মাত্র ৩ মাসের মধ্যে ১৮ কেজি ওজন কমিয়ে ফেললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিস। চিকিৎসকের পরামর্শে খাবার-দাবারে কড়া নিয়ম-রীতি মেনে শরীরের এই বাড়তি মেদ ঝরিয়েছেন তিনি।

ফাড়নাবিসের ঘনিষ্ঠ কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সোমবার (১৮ এপ্রিল) এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম বলছে, মুখ্যমন্ত্রী এখানেই থামছেন না। তিনি আরও ১৫-১৬ কেজি ওজন কমানোর লক্ষ্য ধরেছেন।

খাবার নিয়ন্ত্রণের আগে থলথলে শরীরের ফাড়নাবিসের ওজন ছিল ১২২ কিলোমিটার। নিয়মিত ডায়েট, কাজের ধরন পরিবর্তন ও দুই ঘণ্টা ধরে নানা কায়দায় অনুশীলনের ফলে এই তিন মাসে তার ওজন ঠেকেছে ১০৪ কেজিতে। ফাড়নাবিসের এবারের টার্গেট ওজন ৮৮-৯০ কেজিতে ঠেকানো।

তার চিকিৎসক জয়শ্রী তোড়কার বলছেন, মুখ্যমন্ত্রী তার পরবর্তী লক্ষ্যেও পৌঁছাতে পারবেন দারুণভাবে, যদি তিনি এই কড়া স্বাস্থ্যবিধি মেনে চলেন।

তবে, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ওজন কমানো নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।