ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
সিরিয়ায় বোমা হামলায় নিহত ১৩

ঢাকা: সিরিয়ায় বোমা হামলায় কমপক্ষে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

শনিবার (২৩ এপ্রিল) দেশটির রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে এ বোমা হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার পর্যবেক্ষণকারী একটি মানবাধিকার সংস্থা জানায়, দেশটির রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলে ডুমা এলাকায় বিদ্রোহীদের লক্ষ্য করে সরকারি বাহিনী এ বোমা হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আর আহত হয়েছে আরও ২২ জন। যাদের অবস্থা আশঙ্কাজনক।

গত ৫বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। বিদ্রোহী ও সরকারি বাহিনীর পাল্টা-পাল্টি হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

সিরীয় সঙ্কট নিরসনে বাশার আল ‌আসাদ সরকারের প্রভাবশালী সমর্থক রাশিয়া বেশ কয়েকবার কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা করলেও এখন কোনো ফল পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।