ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চিকেন উইংয়ের অর্ডার দিয়ে মিললো মাথা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
চিকেন উইংয়ের অর্ডার দিয়ে মিললো মাথা!

ঢাকা: ফাস্ট ফুড রেস্টুরেন্টে গিয়ে ক্রেতা চিকেন উইংয়ের অর্ডার দিয়েছেন। অপেক্ষার পর ‘কাঙ্ক্ষিত’ খাবারটিও আসলো।

কিন্তু খেতে গিয়ে দেখা গেলো যতো বিপত্তি। কারণ উইংয়ের মতো দেখতে হলেও তা ছিল মূলত মুরগির মাথা।

সম্প্রতি ফ্রান্সের একটি রেস্টুরেন্টে এমন ‘অভিজ্ঞতা’র মুখোমুখি হতে হয়েছে এক ক্রেতাকে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ফ্রান্সের কুইক রেস্টুরেন্ট এক ক্রেতা চিকেন উইংয়ের অর্ডার দেন। খাবারের প্রস্তুতির সময় মোড়ক খুলে দেখেন ভেতরে উইংয়ের পরিবর্তে মাথা।

এরপর উইং সদৃশ ওই মুরগির মাথার ছবি ও ভিডিও তিনি অনলাইনে ছড়িয়ে দেন। যা দ্রুতই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

বিষয়টি নজরে আসার পর অনেকের মন্তব্য এমন, মাথা দেখে অন্তত নিশ্চিত যে আপনি চিকেনই পেয়েছেন। ভিডিওটি ইতোমধ্যে ৫০ হাজার বার দেখা হয়েছে।

তবে বিষয়টি ‘গভীরভাবে হতাশাজনক’ বলে উল্লেখ করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।