ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সেলফি তুলে আত্মঘাতী হলেন নবদম্পতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
 সেলফি তুলে আত্মঘাতী হলেন নবদম্পতি ছবি: সংগ্রহীত

ঢাকা: সমপথ কুমার ও সত্য ভানি। দু’জনে আত্মহত্যার আগে সেলফি তুলেছিলেন।

তার আগে করেছিলেন বিয়ে। মঙ্গলবার তামুলনাড়ুর মন্দির নগরী হিসেবে খ্যাত তিরুমালা শহরের একটি গেস্ট হাউজে ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সমপথ কুমার ও সত্য ভানির বাড়ি তামিলনাড়ুর কোইমবাটোরে শহরে। তিন দিন আগে তারা গেস্ট হাউজের রুমটি ভাড়া নেয়।

মঙ্গলবার ভেতর থেকে তাদের ভাড়া নেয়া কক্ষটি তালাবদ্ধ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দু’জনের মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে, সমপথ সত্য ভানিকে বিয়ে করতে তার আগের স্ত্রীকে তালাক দিয়েছিলো। সত্য ভানি তার নিকটাত্মীয়া। কিন্তু উভয়ের পরিবার এ সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি।

শেষ পর্যন্ত দু’জনে তিরুমালা শহরে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।