ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বোমা হামলার ঘটনায় আটক ১২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
তুরস্কে বোমা হামলার ঘটনায় আটক ১২ 

ঢাকা: তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুরসায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১২ জনকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

বুধবার (২৭ এপ্রিল) দেশটির মসজিদের সামনে এ হামলার ঘটনায় আহত হন ১৩ জন। এর আগে দেশটির এক ঊর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, এ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এবং আত্মঘাতী হামলাকারী একজন নারী।

এদিকে এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আরএইচএস 
 

***তুরস্কে বিস্ফোরণের ঘটনায় আহত ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।