ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চুরি যাওয়া বৌদ্ধ ভাস্কর্য ফেরত পেল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
চুরি যাওয়া বৌদ্ধ ভাস্কর্য ফেরত পেল পাকিস্তান

ঢাকা: পাকিস্তান থেকে ১৯৮০’র দশকে চুরি যাওয়া বৌদ্ধ ভাস্কর্য ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় শতকে নির্মিত গৌতম বুদ্ধের পায়ের ছাপ সম্বলিত ভাস্কর্যটি পাকিস্তানের সোয়াত ভ্যালি থেকে চুরি হয়।

পরবর্তীতে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রে পাচার হয়ে যায়।  

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, বুধবার (২৭ এপ্রিল) ওই ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ডেপুটি চিফ অব মিশন রিজওয়ান সাইদ শেখের কাছে হস্তান্তর করা হয়েছে।  

জাপানের টোকিও থেকে ভাস্কর্যটি একজন জাপানি ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে চলতি মাসে চুরি করা সম্পত্তি রাখার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
 
সম্প্রতি ভাস্কর্যটি নিউ ইয়র্কে নিলামে ওঠানো হলে এর মূল্য ধার্য হয় এক মিলিয়ন ডলার। তবে কর্তৃপক্ষ এই নিলামটি বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।