ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিভিন্ন হামলায় এক সপ্তাহে নিহত ২০২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
সিরিয়ায় বিভিন্ন হামলায় এক সপ্তাহে নিহত ২০২ 

ঢাকা: যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার আলেপ্পো শহরে গত এক সপ্তাহে বিমানসহ বিভিন্ন হামলার ঘটনায় ৩৪ জন শিশুসহ ২০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

এদিকে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় আলেপ্পো শহরের অদূরে আল-কুদস শিশু হাসপাতালে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে ছয় শিশুসহ ১৪ জনই রোগী ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।