ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নরওয়ে উপকূলে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, এপ্রিল ৩০, ২০১৬
নরওয়ে উপকূলে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩

ঢাকা: নরওয়ের পশ্চিম উপকূল বারগেনের কাছে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

শনিবার (৩০ এপ্রিল) সকালে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, হেলিকপ্টারে ১৩ জন আরোহীর সবাই মারা গেছেন। নিহতরা ছিলেন খনি শ্রমিক।

তবে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, মূলত যান্ত্রিক গোলযোগে এ দুর্ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। নিহতদের ১১ জন নরওয়ের নাগরিক, একজন ব্রিটিশ ও একজন ছিলেন ইতালির।

***নরওয়ে উপকূলে ১৪ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।