ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দাবানলে আলবার্টার ফোর্ট ম্যাকমেরিতে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ৫, ২০১৬
দাবানলে আলবার্টার ফোর্ট ম্যাকমেরিতে জরুরি অবস্থা

ঢাকা: কানাডার আলবার্টার ফোর্ট ম্যাকমেরিতে দাবানলে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দাবানলে অন্তত এক হাজার ছয়শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কানাডার তেল রাজধানী হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় শহরটিতে স্থানীয় সময় গত মঙ্গলবার (০৩ মে) থেকে দাবানল ছড়িয়ে পড়ে। বুধবার (০৪ মে) বিকেল নাগাদ দাবানলে অন্তত ৮০ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অনেকে জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। অগ্নিনির্বাপক কর্মীরা শহরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে ফোর্ট ম্যাকমেরি আন্তর্জাতিক বিমানবন্দর।

এদিকে, বৃহস্পতিবার তাপমাত্রা কমে ২০ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সার্বিক অবস্থার উন্নতিতে সময় লাগবে।

আঞ্চলিক প্রশাসনের সবশেষ তথ্যানুযায়ী, দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিকন হিল, অ্যাবাস্যান্ড এবং ওয়াটারওয়েজ এলাকা। এর মধ্যে ওয়াটারওয়েজের শতকরা ৯০ শতাংশ, বিকন হিলের ৭০ শতাংশ ও অ্যাবাস্যান্ডের ৫০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মে ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।