ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ৫, ২০১৬
সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ১০

ঢাকা: সিরিয়ার হোমস’এ জোড়া বোমা হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (০৫ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার সিরিয়ার হোমস প্রদেশের মুকহাররাম আল-ফাউকানি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দেশটির একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে জানানো হয়, ওই এলাকায় পরপর দু’টি আত্মঘাতী ও গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি ৪০ জন আহত হন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।