ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যাঙ্গারু শাবক বাঁচাতে ঈগলের সঙ্গে পুলিশের মারামারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ৫, ২০১৬
ক্যাঙ্গারু শাবক বাঁচাতে ঈগলের সঙ্গে পুলিশের মারামারি

ঢাকা: অস্ট্রেলিয়ায় গৃহপালিত একটি ক্যাঙ্গারুর শাবক বাঁচাতে তাকে আক্রমণকারী ঈগল পাখির সঙ্গে মারামারি করেছেন দেশটির এক পুলিশ সদস্য।

সম্প্রতি অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই পুলিশ সদস্যের নাম সেন কন মাসন।  

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, চলতি বছরের মার্চে ট্রাকের নিচে চাপা পড়ে ওই শাবকটির মা ক্যাঙ্গারু মারা যায়। এরপর থেকে কন মাসন শাবকটির লালন-পালন করতে থাকেন।  

গত ২৭ এপ্রিল কন মাসন যখন পুলিশ স্টেশনে কাজ করছিলেন, তখন কয়েকটি ঈগল ওই শাবকটির ওপর হামলা চালায়। এসময় তিনি ঈগলগুলোর সঙ্গে প্রায় মারামারিতেই লিপ্ত হন। অবশ্য এক পর্যায়ে তিনি একটি ঈগলকে ধরে ফেলেন।

যদিও ক্যাঙ্গারু শাবকটি সামান্য আঘাত পেয়েছে বলে জানান কন মাসন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএইচএস/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।