ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, মে ৬, ২০১৬
সিরিয়ায় শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত ২৮ ছবি-সংগৃহীত

ঢাকা: সিরিয়ার ইদলিব প্রদেশে তুরস্ক সীমান্তের কাছে একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় নারী ও শিশুসহ ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

সরকার বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে ওই হামলার ঘটনা ঘটেছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি পিছিয়ে যাওয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটলো। ফলে এ হামলার জন্য সরকারি সেনারা বিদ্রোহীদের দায়ী করছে।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘আল-কায়েদার সহযোগী সংগঠন আল-নুসরা ফ্রন্টের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের সারমাদা শহরে হামলাটি চালানো হয়েছে। এতে অর্ধশত মানুষ আহত হয়েছেন। ’

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।