ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ হিজবুল সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ৭, ২০১৬
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ হিজবুল সদস্য নিহত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় পুলওয়ামা জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন হিজবুল মুজাহেদীন সদস্য নিহত হয়েছেন।  

শনিবার (০৭ মে) দেশটির নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার পাঞ্জগাম গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর একটি দল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় জঙ্গিরা। পরে পাল্টা গুলি বর্ষণে ওই তিন জঙ্গি ঘটনাস্থলেই নিহত হন।  

এ সময় তাদের কাছে বেশ কিছু অস্ত্র গোলা বারুদও উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।