ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই দশক পর সৌদির তেলমন্ত্রীকে সরানো হলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
দুই দশক পর সৌদির তেলমন্ত্রীকে সরানো হলো

ঢাকা: সৌদি আরবের মন্ত্রিপরিষদে দীর্ঘ ২১ বছর থেকে তেলমন্ত্রীর দায়িত্বে থাকা আলী আল নাইমিকে সরিয়ে দেওয়া হয়েছে। এ পদে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল ফালাহ।

শনিবার (০৭ মে) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জনায়। মন্ত্রিপরিষদের এই রদবদলের কারণ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ রাজকীয় আইন বলেই এটি করেছেন বলে বলা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, তেলমন্ত্রী আলী আল নাইমি এখন থেকে জ্বালানি, শিল্প ও কয়লা মন্ত্রণালয়ের পরিচয় বহন করবেন। তবে তিনি এই মন্ত্রণালিয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

নাইমি ১৯৯৫ সালে তেলমন্ত্রীর নিয়োগ পেয়েছিলেন। দীর্ঘ প্রায় ২১ বছর তিনি একই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৬/ আপডেট: ২২১০ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।