ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ৯, ২০১৬
ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালালো ইরান

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাঝারি দূরত্বের ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান।  

সোমবার (০৯ মে) দেশটির এক জ্যেষ্ঠ সামরিক পরিকল্পনা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

আলি আব্দোল্লাহি নামে ওই কর্মকর্তা জানান, মিসাইলটি দুই হাজার কিলোমিটার দূরত্বের যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

চলতি বছরের জানুয়ারিতে ইরানের মিসাইল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।  

এর আগে মার্চেও মিসাইলের সফল পরীক্ষা চালায় পরমাণু শক্তির দেশটি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ০৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।