ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ১০, ২০১৬
জার্মানিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ঢাকা:  জার্মানির মিউনিখ রেল স্টেশনের কাছে দুর্বৃত্তের এলোপাথাড়ি ছুরিকাঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) ভোর ৪টা ৫০ মিনিটে বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গ্রাফিংয়ে হামলার এ ঘটনা ঘটে।

ঘটনার পর হামলাকারীকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় আহত তিনজনের মধ্যে একজনের আবস্থা আশঙ্কাজনক।

বাভারিয়া স্টেট ক্রিমিনাল ইনভেস্টিগেশন অফিসের এক কর্মকর্তা জানান, ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি উদ্দেশ্যপ্রণোদিত সে বিষয়ে কিছু জানান নি।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।