ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ছেলের খোঁজ মিললো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, মে ১০, ২০১৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ছেলের খোঁজ মিললো

ঢাকা: অপহরণের প্রায় তিন বছর পর উদ্ধার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলী হায়দার গিলানি।

সোমবার (১০ মে) সকালে আফগানিস্তানের গজনি প্রদেশ থেকে আফগান সেনা ও মার্কিন সেনাদের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এর আগে পাকিস্তানের মুলতান এলাকা থেকে অপহৃত হন আলী হায়দার গিলানি। আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন তাকে অপহরণ করেছিলো।  

ইসলামাবাদে আফগান রাষ্ট্রদূত পাকিস্তান কর্তৃপক্ষকে জানিয়েছেন, হায়দার গিলানি শারিরিকভাবে সুস্থ আছেন। তাকে দ্রুত দেশে ফেরত  পাঠানো হবে।

এদিকে প্রায় তিনবছর পর সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে ফিরে পাওয়ার সংবাদে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
আরএইচএস/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।