ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ১০, ২০১৬
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

ঢাকা:  ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বে অবস্থিত একটি বাণিজ্যিক এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার (১০ মে) দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

ওই কর্মকর্তা জানান, সোমবার (০৯ মে) বিকেলে বাগদাদের বাকোউবা শহরের একটি বেকারি ও রেস্টুরেন্টের পাশে এ হামলার ঘটনা ঘটে।  

এ সময় হামলাকারী বিস্ফোরক দ্রব্য দিয়ে নিজেকে উড়িয়ে দিলে ঘটনাস্থলে ৬০ জন আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়।  

তবে এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ১০, ২০১৬
আরএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।