ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটন কাউন্টিতে বন্যা-ঝড়ে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ওয়াশিংটন কাউন্টিতে বন্যা-ঝড়ে একজনের মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ওয়াশিংটন কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন দুইজন।

শুক্রবার (২৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানান। এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার থেকে বন্যা-ঝড়ের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ হয়েছেন।

জানা গেছে, নিহত ওই ব্যক্তি স্থানীয় চ্যাপেল পাহাড়ে থাকতেন। সেখানে ঝড় ও প্লাবনে তার মৃত্যু হয়। এদিকে নিখোঁজের মধ্যে একজন রয়েছেন ২১ বছর বয়সী ড্যারেন মিচেল।

এছাড়া পানিতে ডুবে আছে কাউন্টির একাধিক সড়ক। দুরূহ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।