ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছোট প্লেন বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে ছোট প্লেন বিধ্বস্ত, পাইলট নিহত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যবর্তী এলাকার হাডসন নদীতে আরোহীসহ ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনটির পাইলট নিহত হয়েছেন।

তবে প্লেনটিতে কতজন আরোহী ছিলেন প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৮ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে প্রায় দুই মাইল দূরে ‘পি ৪৭’ নামে প্লেনটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে বিধ্বস্ত প্লেনটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার।

এ ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির মেরিন ইউনিটগুলো।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে পানিতে ভাসতে দেখার বিষয়টি স্থানীয় এক পুলিশ কর্মকর্তা স্বীকার করলেও কিছুক্ষণ পর তা অস্বীকার করেন। অবশ্য এর কিছুক্ষণ পরেই পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।