ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক সীমান্তে আটকা পড়েছে লক্ষাধিক সিরীয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
তুরস্ক সীমান্তে আটকা পড়েছে লক্ষাধিক সিরীয়

ঢাকা: সিরিয়ার আলেপ্পো প্রদেশের তুরস্ক সীমান্তের কাছে আটকা পড়েছে লক্ষাধিক সিরীয় নাগরিক। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলের দিকে আরও এগিয়ে আসায় ওই সিরীয়রা কোনো দিকে যেতে পারছেন না।

সেই সঙ্গে তুরস্কের সীমান্ত গেটও বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মে) থেকে তারা আটকা পড়ে আছেন বলে শনিবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

আটকে পড়া সিরীয়দের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় আজাজ শহরের আল-সালমাহ হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের মেডিসিন স্যানস ফ্রন্টিয়েরেস’র অপারেশন ম্যানেজার পাবলো মার্কো এক বিবৃতিতে বলেন, তুরস্কে সীমান্তে প্রায় এক লাখ মানুষ আটকে পড়ায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেছে। যা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।