ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ জর্জিয়া ও স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
দক্ষিণ জর্জিয়া ও স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে ৭.৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ৭ দশমিক ৩।



শনিবার (২৮ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৭ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

এদিকে, ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৭ দশমিক ২। উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।

তারা আরও জানিয়েছে, ভূমিকম্পের অবস্থান আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস থেকে ৩৩৮১ থেকে উত্তর-পূর্বে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৮, ২০১৬/আপডেট ১৬৪০
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।