ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক যুদ্ধে ১২ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
নাইজেরিয়ায় বন্দুক যুদ্ধে ১২ জঙ্গি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: বন্দুক যুদ্ধে আফ্রিকার ইসলামী জঙ্গি সংগঠন ‘বোকো হারামে’র ১২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে নাইজেরিয়ার সৈন্য বাহিনী।

রোববার (২৯ মে) দেশটির সেনা বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।



এতে বলা হয়, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বসোর কাছ‍াকাছি সীমান্ত এলাকায় আক্রমণ চালায় বোকো হারাম। এ সময় তাদের প্রতিহতের চেষ্টা চালায় দেশটির সৈন্য বাহিনী। এতে বোকো হারামের ১২ সদস্যের মৃত্যু হয়।

সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল মস্তুফা লেদ্রু বলেন, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য সামান্য আহত হয়েছেন। অভিযানে মেশিন, রকেট লঞ্চার ও বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‘ তেজস্বী আক্রমনে ১২ জঙ্গি নিহত হয়েছে। আর বাকিরা পালিয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।