ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এবার ঘণ্টায় ১৮০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন

ঢাকা: ভারতের রেললাইনে রাজধানী এক্সপ্রেস ট্রেনের পর চালু হলো বুলেট ট্রেন। বুলেট চালুর ঘোষণা অনেক আগের হলেও নতুন খবর হচ্ছে, রোববার (২৯ মে) উত্তর প্রদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা করেছে ট্রেনটি।

 

রোববার  দেশটির উত্তর প্রদেশের বেরিলি থেকে মোরাদাবাদ পর্যন্ত ট্যালগো কোচ যুক্ত বুলেট ট্রেনটি চলাচল শুরু করেছে।  

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ৯০ কিলোমিটার রেললাইন জুড়ে দুই সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষামূলক ট্রেন চলাচল। এরপর মাথুরা এবং পালওয়াল রুটে ৪০ দিনের জন্য নামানো হবে এ ট্রেন।

দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত বলা হয়, ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চলবে। এর আগে চালু হওয়া রাজধানী এক্সপ্রেসের গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার।

জানা যায়, বিশেষ প্রযুক্তি যুক্ত এই ট্রেনের অপেক্ষাকৃত হালকা কোচগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছে। ফলে জ্বালানি খরচ কম হবে। নয় কোচের ট্রেনটিতে দু’টি এক্সিকিউটিভ ক্লাস বগি, চারটি চেয়ার ক্লাস বগি, একটি ক্যাফেটেরিয়া থাকবে।  

সেই সঙ্গে ট্রেন চলার জন্য পাওয়ার কারের পাশাপাশি ট্রেনটির পেছনের বগিতে যন্ত্রপাতি রাখার জন্য একটি আলাদা বগি সংযুক্ত থাকবে।

সম্প্রতি দেশটির দিল্লি-আগ্রা রুটে গতিমান এক্সপ্রেস নামে দ্রূতগামী একটি ট্রেন চালু করা হয়েছে। ঘণ্টায় এ ট্রেনের ১৬০ কিলোমিটার।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আরএইচএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।