ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাত্র ৬টি আমের জন্য! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
মাত্র ৬টি আমের জন্য! 

ঢাকা: আম গাছটি পড়েছে দু’জনের ভাগে। গাছ থেকে আম পাড়া হলো ২৪টি।

এখন তা ভাগাভাগির পালা। কিন্তু ভাগ করার সময় একজন দাবি করলো তার ভাগে মাত্র ছয়টি আম পড়েছে। কিন্তু অপরজনের দাবি সে তাকে ১২টি আম দিয়েছে।  

এ নিয়ে দু’জনের মধ্যে শুরু হলো মারামারি। আর তা থামাতে শেষ পর্যন্ত প্রয়োজন হলো পুলিশের হস্তক্ষেপ। মারামারি এমন পর্যায়ে গেলো যে, গতি না পেয়ে পুলিশ তাদের নিয়ে গেলো থানায়।

সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মুনগাওয়ার গ্রামে।  

জানা যায়, ছয়টি আমকে কেন্দ্র করে রামজি ইয়াদেভ ও হাকিম ইয়াদেভের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে তাদের আটক করে থানায় নিয়ে যান রাজাতালব পুলিশ আউটপোস্টের ইনচার্জ দিনদায়েল পান্ডে।  

এর আগে তাদের মধ্যে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্পূর্ণ ব্যর্থ হয়। পরে এফআইআর করে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আরএইচএস/জেডএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।