ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের গুলিতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ৩১, ২০১৬
আফগানিস্তানে তালেবানের গুলিতে নিহত ১৬

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দজে তালেবানের হামলায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও ১২ বাস যাত্রীকে অপহরণ করেছে তালেবান।

মঙ্গলবার (৩১ মে) এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সম্প্রতি মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হন। এরপর নত‍ুন নেতা নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই এ হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি।

কুন্দজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সৈয়দ মাহমুদ দানিশ বলেন, তালেবানের গুলিতে ১৬ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আর ৩০ জনকে আটকে রেখেছে তালেবান।

তবে পুলিশ কমান্ডার শির আজিজ কামাল বলেন, এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা।

খবরে বলা হয়, প্রায় ২০০ যাত্রী নিয়ে কুন্দজের আলিয়াবাদ এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটিকে আটক করে তালেবানের সদস্যরা। পরে সবাইকে জিম্মি করে রাখা হয়।  

পুলিশ জানায়, এর মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কয়েকজনকে আটক করে রেখেছে তারা।

অপহৃতদের মধ্যে কোনো উর্দি পরা সৈন্য নেই। কিন্তু কয়েকজনের গায়ে পুলিশের ফরমাল ড্রেস ছিলো।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।