ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ‘নিহত ২৩’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬
সিরিয়ায় বিমান হামলায় ‘নিহত ২৩’ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব শহরে বিমান হামলায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। তবে এ হামলায় ৬০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক।

 

মঙ্গলবার (৩১ মে) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, হামলায় অনেকেই আহত হয়েছে। এরমধ্যে অনেক শিশুও রয়েছে।
এদিকে এ বিমান হামলার জন্যে রাশিয়াকে দায়ী করছে তুরস্ক।

তাদের দাবি, এ ঘটনায় কমপক্ষে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এরই মধ্যে উদ্ধারকারী বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।