ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভার্জিনিয়ায় বন্যায় ২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
ভার্জিনিয়ায় বন্যায় ২০ জনের প্রাণহানি

ঢাকা: পশ্চিম ভার্জিনিয়ায় ‌ঐতিহাসিক বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত ২০-এ পৌঁছেছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে দেশটির গভর্নর আর্ল রে টমব্লিন তিনটি কাউন্টিতে ১৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন, যখন জ্যাকসন কাউন্টিতে বেসরকারিভাবে নিখোঁজ ছিল ১৫ জন।

টমব্লিন বলেন, এ বন্যায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি।
তিনি বলেন, বৃহস্পতিবার পশ্চিম ভার্জিনিয়ায় একটি বিশাল ঝড় আঘাত হানে। এ সময় রাজ্যজুড়ে প্রচুর ঝড়-বৃষ্টি হয়। এ ঝড়-বৃষ্টি কানাওহা, মধ্য গ্রিনব্রিয়ার, নিকোলাস এবং ওয়েবস্টার এলাকায় আঘাত হানে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্য ও দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়ায়।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।