ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোনার জোড়া চুড়ি পেয়েও ফিরিয়ে দিলেন রিকশাচালক

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
সোনার জোড়া চুড়ি পেয়েও ফিরিয়ে দিলেন রিকশাচালক

ঢাকা: সদানন্দ মণ্ডল দরিদ্র রিকশাচালক। নুন আনতে পান্তা ফুরোয় দশা।

এই দশায়ও সোনার জোড়া চুড়ি কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন তিনি। দেখালেন সততার বিরল দৃষ্টান্ত।

সদানন্দ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা। সম্প্রতি তারই এলাকার বাসিন্দা শঙ্করী রায়ের হারিয়ে যাওয়া সোনার চুড়ি দু’টি পেয়ে ফেরত দেন তিনি। এই জোড়া চুড়ির দাম প্রায় ৭০ হাজার ভারতীয় রুপি।
 
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, শঙ্করীও ছোট চায়ের দোকান চালান। বহুদিনের টাকা জমিয়ে তিনি এ দু’টি সোনার চুড়ি কেনেন। কিন্তু সেই চুড়ি নিয়ে ফেরার পথে তার ব্যাগটি হারিয়ে যায়।

পরে ব্যাগটি কুড়িয়ে পান রিকশাচালক সদানন্দ। এরপর চুড়ির মালিককে নানাদিকে খোঁজাখুঁজি করে জানতে পারেন শঙ্করীই এ দামি গহনার মালিক। তারপর এলাকার এক পরিচিত ব্যবসায়ীর মাধ্যমে সেই চুড়ি শঙ্করীকে ফিরিয়ে দেন তিনি।

সততার কোনো দাম হয় না। তবু শঙ্করী রায় ও তার সহ-ব্যবসায়ীরা সম্মাননা হিসেবে ছয় হাজার রুপি তুলে দেন সদানন্দের হাতে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।