ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুসলিম হিসেবে লজ্জিত: মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
মুসলিম হিসেবে লজ্জিত: মেহবুবা মুফতি ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, একজন মুসলিম হিসেবে লজ্জিত তিনি।

সোমবার (২৭ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

রোববার, ২৬ জুন জঙ্গি হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় মেহবুবা মুফতি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইসলামের নামে কীভাবে এমন লজ্জাজনক রক্তপাত করতে পারে, তা আমি বুঝতে পারি না। তাও আবার পবিত্র রমজান মাসে। অথচ এই মাসে মুসলিম ব্যক্তিরা ক্ষমা প্রার্থনা করে, শান্তি কামনা করে। ’

‘এ ঘটনায় মুসলিম হিসেবে আমি লজ্জিত। ’

২৫ জুন, শনিবার জম্মু-কাশ্মিরের পামপোরে সিআরপিএফ-এর সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে বাহিনীর আট সদস্য নিহত হন, আহত হন ২৫ জন।

হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।