ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়েতে ফটোগ্রাফার নেই, তাই বেঁকে বসলেন কনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিয়েতে ফটোগ্রাফার নেই, তাই বেঁকে বসলেন কনে

ঢাকা: সবই ঠিকঠাক চলছিলো। বিয়ে বাড়িতে বর ও তার আত্মীয়-স্বজন থেকে শুরু করে কনের পরিবারের সবাই রয়েছে।

কিন্তু হঠাৎ কনের চোখে পড়লো তার বিয়ের ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য কেউ নেই। এতেই বেঁকে বসেন তিনি। ভেঙ্গে দেন বিয়ে।

আরও পড়ুন- ১৩০ কক্ষের হোয়াইট হাউজ ছেড়ে ৯ কক্ষের বাড়িতে ওবামা

এমনই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের থুরাইয়ার এলাকায়।

বিয়ের বর সেনথিল ও কনে রেবাথি দু’জন নিকটাত্মীয়। দুই পরিবারের পরিকল্পনা অনুযায়ী তারা ছোট একটি হলরুম ভাড়া করে করে সেখানে বিয়ের কার্যক্রম শুরু করেন। তবে বর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠান ভিডিও ও ছবি তোলার জন্য ফটোগ্রাফারের ব্যবস্থা করবেন। কিন্তু অনুষ্ঠানের সময় ফটোগ্রাফার না দেখতে পেয়ে কনের পরিবার ক্ষেপে যান।  

এদিকে বিয়ে ভেঙ্গে দেয়ায় কনের পরিবারের বিরুদ্ধে অর্থ অপচয়ের অভিযোগে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বরের পরিবার।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।