ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষিতার সঙ্গে ‘চিয়ারফুল’ সেলফি তুলে বিপাকে নারী কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ধর্ষিতার সঙ্গে ‘চিয়ারফুল’ সেলফি তুলে বিপাকে নারী কমিশনার

ঢাকা: এলাকার এক লম্পটের লালসার শিকার হয়ে অভিযোগ দিতে এসেছিলেন নারী কমিশন‍ারের কাছে। নারী কমিশন‍ারও  পুরো বিষয়টি শুনছিলেন।

 

কিন্তু কথা বলার এক পর্যায়ে ওই ধর্ষিতার সঙ্গে সেলফি তুলে ফেললেন কমিশনার। তাও একেবারে ‘চিয়ারফুল মুডে’(খোশমেজাজে)।  

ব্যস, বেঁধে গেল বিপত্তি। পুরো ভারতজুড়ে আলোচনার ঝড় শুরু হয়েছে এ নিয়ে। নারী অধিকারর্মীসহ সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা ধুইয়ে দিচ্ছেন সেই নারী কমিশনারকে।

কাণ্ডটি যিনি ঘটিয়েছেন তার নাম সুমন শর্মা। শর্মা রাজস্থানের নারী কমিশনার।

তাকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওই কমিশনার হাসিমুখে সেলফি তুলছেন ধর্ষণের শিকার নারীর সঙ্গে। অবশ্য সংবাদমাধ্যমে প্রকাশিত তাদের সেলফির ছবিটি কে তুলেছেন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।